বিডিআর হত্যাকাণ্ড তদন্তে প্রতিবেশী দেশের সম্পৃক্ততার দাবি স্বাধীন তদন্ত কমিশনের
স্টাফ রিপোর্টার:
বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের সম্পৃক্ততা এবং তৎকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যর্থতা উল্লেখ করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
প্রধান উপদেষ্টার বক্তব্য
প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন,
“বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। তদন্ত কমিশন সত্য উদ্ঘাটনের যে চেষ্টা করেছে—জাতি তা স্মরণে রাখবে।”
কমিশনের দাবি ও উপস্থাপিত তথ্য
কমিশন প্রধান ফজলুর রহমান জানান, তদন্তকাজে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও প্রমাণভিত্তিক বিশ্লেষণ বজায় রাখা হয়েছে। তাঁর ভাষায়,
“তদন্তে ভারতের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে।”
কমিশন সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার প্রতিবেদনের ফাইন্ডিংস তুলে ধরে বলেন—ঘটনাটি ছিল পরিকল্পিত, এবং ঘটনার আগে–পরে রাজনৈতিক প্রভাব, তৎকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের সিদ্ধান্তগত ব্যর্থতা, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অকার্যকর ভূমিকা উল্লেখযোগ্যভাবে লক্ষ করা গেছে।
তিনি আরও উল্লেখ করেন—ঘটনার দিন পিলখানায় স্থানীয় পর্যায়ের রাজনৈতিক কর্মীদের উপস্থিতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং পরবর্তী সময়ে অপরাধীদের শনাক্তে বিলম্ব—এসব বিষয় তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
রাষ্ট্রীয় সংস্থার ব্যর্থতার উল্লেখ
কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী,
পুলিশ,
RAB
এবং তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলোর
প্রাথমিক সতর্কতা, তথ্য-সংগ্রহ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় “গুরুতর ঘাটতি” ছিল।
পরবর্তী পদক্ষেপ
প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা জানান, সরকার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করে পরবর্তী রাষ্ট্রীয় ও আইনি কার্যক্রম নির্ধারণ করবে।