লক্ষ্মীপুরের রায়পুরে এক ১৪ বছর বয়সী কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় জয় কুরি (২৫) নামের এক যুবক ও তার সহযোগীরা। তাকে সাতদিন আটকে রেখে একাধিকবার ধ র্ষ ণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় মেয়েটিকে বাড়ির সামনে ফেলে যায় তারা। ভুক্তভোগীর পরিবার মামলা করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তরা পলাতক রয়েছে।
সংবাদমাধ্যম ইনসাফ২৪ জানায় :
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। সেখানে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধ র্ষ ণ করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে যান।
মামলার এজাহারে বলা হয়েছে, লক্ষ্মীপুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরির ছেলে জয় কুরিসহ তিন থেকে চারজন এ ঘটনায় জড়িত। জয় কুরির খোঁজে তার বাড়িতে গেলে তার মা-বাবা খারাপ আচরণ করেন বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র: Friday Post | ইনসাফ ২৪