বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় স্বামীর সহায়তায় এক গৃহবধূ (২১) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই নির্মম ঘটনা ঘটে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পাহাড় এলাকার একটি রিসোর্টে।
ভুক্তভোগী গৃহবধূ নিজেই থানায় লিখিত অভিযোগ করেন, যেখানে স্বামী রুবেলসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরপরই পুলিশ অভিযান চালিয়ে স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুজন লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা। জানা গেছে, ভুক্তভোগী নারী রুবেলের দ্বিতীয় স্ত্রী।
সূত্র জানায়, মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের নাইটগার্ড রুবেল (২৬) গত শনিবার তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে যান। পরে মঙ্গলবার কৌশলে তাকে আরেকটি রিসোর্টে নিয়ে যান এবং সেখানে তার ৫ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবারই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন জানায়। দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গণধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন,
“ভুক্তভোগী নারী থানায় স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।