হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বহুলা গ্রামে দারুল ইরশাদ মাদ্রাসার মেধাবী ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের অন্ধকারে নৃশংসভাবে হত্যা করা হয়।
জানা যায় নিহত ছাত্র আহমাদ মনসুর কুরবানি ঈদের বন্ধের পর অসুস্থতাজনিত কারণে মাদ্রাসা খোলার পরও মাদ্রাসায় আসেনি।
পরিবারের ভাষ্যমতে গতরাতে অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যাক্তি তাকে বাসা ডেকে নিয়ে যায়। রাতে আর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তার মৃত দেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবার ও এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।