নিজস্ব প্রতিবেদক |প্রকাশিত: ২১:৪৮, ১১ জুন ২০২৫
আলোচিত সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ প্যারোলে মুক্তি পেয়েছেন মায়ের মৃত্যুশোকে শেষবারের মতো দেখা করার জন্য। আজ বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পুলিশের হেফাজতে বের হন।কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত–উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এবং ফারজানা রূপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
আদেশ অনুযায়ী বিকেল ৩টার দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে তাদের বের করা হয়। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে তাদের ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় এবং নির্ধারিত সময় শেষে তাদের আবার কারাগারে ফিরিয়ে আনা হবে।জানা গেছে, গতকাল মঙ্গলবার (১০ জুন) ময়মনসিংহে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফারজানা রূপার মা হোসনে আরা বেগম।
শেষবারের মতো মায়ের মুখ দেখার জন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোল আবেদন করা হয়, যা অনুমোদিত হওয়ার পর তাদের পুলিশ হেফাজতে কারাগার থেকে হস্তান্তর করা হয়।উল্লেখ্য, আলোচিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গত ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সাংবাদিক দম্পতিকে গ্রেফতার করা হয়।
শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক এবং ফারজানা রূপা একই প্রতিষ্ঠানের প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ছিলেন।
সূত্র-বাংলা ভিশন চ্যানেল