বছর চারেক আগে ঢাকার কামরাঙ্গীরচরের ৬ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় নাসির নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সেই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান।
এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এরশাদ আলম জর্জ বলেন,
“আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভিকটিম বা তার পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার জেলা প্রশাসককে।”
মামলার বিবরণ অনুযায়ী, নাসির বিভিন্ন অজুহাতে ওই তরুণীকে আদর করত এবং চকোলেট-বিস্কুট কিনে দিত। একপর্যায়ে ২০২১ সালের ২৬ নভেম্বর চকোলেট খাওয়ানোর কথা বলে ওই তরুণীকে দক্ষিণ মুন্সিহাটি এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগী চিৎকার করলে নাসির তাকে ছেড়ে দেয়। পরে কান্নারত অবস্থায় বাসায় ফিরে মা’কে ঘটনা জানায়।
ঘটনার দিনেই তরুণীর মা নাসিরকে আসামি করে মামলা করেন। এরপর ২০২১ সালের ২৭ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
কামরাঙ্গীরচর থানার এসআই রিয়াদ উদ্দিন ২০২২ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়।