প্রখ্যাত দাঈদের উপর জঙ্গিবাদি মামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ-
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত করার
লক্ষ্যেই ষড়যন্ত্র মুলক মামলা দায়ের করা হয়েছে-
দেশের প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদদের উপর
জঙ্গিবাদি বানোয়াট মামলা দায়েরের প্রতিবাদে আজ
সিলেটে নির্ভিক জুলাই সিলেটের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে-
হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা,অবিলম্বিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন-
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নির্বিঘ্নে করার
লক্ষ্যেই ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে-
অবিলম্বে মিথ্য মামলা প্রত্যাহার করতে হবে-
সিলেট মহানগর হেফাজতে ইসলামের সহসাংগঠনিক সম্পাদক, জামেয়া দারুস সালামের সিনিয়র উস্তাদ মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায়
সমাবেশে বক্তব্য রাখেন–
দরগাহ মাদরাসার উস্তাদ মুফতি রশিদ আহমদ,
তরুণ দাঈ মাওলানা মাহফুজ বিন আব্দুল হাফিজ,
ছাত্র নেতা আলবাব চৌধুরী,কাজির বাজার মাদরাসা ছাত্র সংসদের জি এস ইফতি আহমদ, এজি এস
মুকাব্বির হুসাইন।
সভাপতির বক্তব্যে মাওলানা শাহ মমশাদ আহমদ
তিন দফা দাবি পেশ করেন-
১- অবিলম্বে ইসলামী স্কলার আসিফ আদনান,মাওলানা রেজাউল করিম আবরার সহ উলামায়ে কেরামের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার।
২-অদ্যাবধি কারগারে বন্দি নিরীহ মজলুমদের
মুক্তি –
৩- ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিল।।
অতিদ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি
বলেন,প্রয়োজনে সিলেট থেকে দুর্বার আন্দোলন শুরু হবে।