এআই দ্বারা তৈরি গরুর ছবি 🐄
বাম পাশেরটি ২০১৪ সালের, আর ডান পাশের ছবিটি ২০২৫ সালে নির্মিত!
এবার আসল কথা বলি। কিছুদিন পর এআই এমন প্রযুক্তি তৈরি করবে, যা দিয়ে হুবহু বাস্তবের মতো ছবি বানানো সম্ভব হবে। একদম বাস্তবের মতো। কেউ ধরতেই পারবে না। তারপর এই প্রযুক্তি দিয়ে তারা মুভি, থিয়েটার, এমনকি পর্নোগ্রাফিও বানাবে। এর প্রচলন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
তখন মৃত মানুষদের দিয়ে মুভিতে অভিনয় করানো হবে। যেমন ধরুন, সালমান শাহ, মান্না প্রমুখ। তাদের কণ্ঠস্বরও এআই প্রযুক্তি দিয়ে নকল করা হবে। তবে এর ফলে মানবজাতির ওপর বিশাল বিপর্যয় নেমে আসবে। কিন্তু মু’মিনদের ছাড়া কারও এদিকে নজর থাকবে না।
একসময় এটি সাধারণ বিষয় হয়ে উঠবে। এরপর তারা ভিন্ন ষড়যন্ত্র শুরু করবে। তারা শুধু ছবি বা ভিডিওতে সীমাবদ্ধ থাকবে না। তারা এটিকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করবে। রোবটিক্সকে এমনভাবে উন্নত করবে এবং মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করবে, যেন মনে হয় এগুলো সত্যিকারের প্রাণী।
তখন কাফিররা মুসলমানদের বলতে শুরু করবে, “তোমাদের ধর্মে তো বলা আছে, কোনো প্রাণীকে জীবন দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা প্রাণী সৃষ্টি করেছি। তোমাদের ধর্ম মিথ্যা প্রমাণিত হয়েছে।” (নাউজুবিল্লাহ)।
এমন ঘটনা দেখে অনেক দুর্বল ঈমানদার ঈমান হারিয়ে বেইমান হয়ে যাবে। কিন্তু মু’মিনরা তাদের দ্বীনের ওপর অটল থাকবে। তখন মু’মিনদের “সেকেলে”, “গোঁড়া”, “অশিক্ষিত”, “ধর্মান্ধ” বলে ট্রল করা হবে। এভাবে কিছুদিন চলতে থাকবে।
একসময় এটাও স্বাভাবিক মনে হবে। তখন দাজ্জাল তার অনুগত জ্বীনদের নির্দেশ দেবে, যেন তারা কোনো মৃত ব্যক্তির রূপ ধারণ করে মানুষের সামনে আসে। দুর্বল ঈমানদাররা তখন তাদের দেখে নিজের পিতা-মাতা বা আত্মীয়-স্বজন বলে মনে করবে। এরপর দাজ্জাল তাদের বলবে তাকে খোদা হিসেবে মানতে। তার ধোঁকায় পড়ে অনেকেই তাকে খোদা মেনে নেবে এবং জাহান্নামি হবে।
একটু কল্পনা করুন, দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ হবে।
ইনশাআল্লাহ, সময় পেলে দাজ্জালের ফিতনা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাব। আমার লেখা পেতে আমার আইডি ফলো দিয়ে রাখুন।
বান্দা আরাফাত তানভীর
আল্লাহ আমাদের এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন😭
Amin
Amin