মাদানীনগর, বুধবার, ২৮ মে ২০২৫ — দেশের অন্যতম শীর্ষ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মাদানীনগরের সাবেক নায়েবে মুহতামীম, বিশিষ্ট আলেমে দীন মাওলানা আলী আকবর সাহেব হাফিজাহুল্লাহ দীর্ঘ ১৩ বছর পর এক মিথ্যা মামলার শিকল থেকে অবশেষে মুক্তি লাভ করেছেন।
সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে একটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলায় তাঁকে হয়রানি করা হচ্ছিল। অবশেষে আদালত ন্যায়ের রায় প্রদান করে তাঁকে সম্পূর্ণরূপে মুক্ত ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে একটি কালো অধ্যায়ের অবসান ঘটলো বলে মন্তব্য করেছেন মাদ্রাসার সংশ্লিষ্টরা।
বর্তমানে হুজুর দারুল উলুম মাদানীনগরের পথে রয়েছেন। প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
দারুল উলুম মাদানীনগর কর্তৃপক্ষ এক বিবৃতিতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “এই রায় সত্যের বিজয়। আমরা হুজুরের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করছি। পাশাপাশি যারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত ও অপমানিত করুন—আমরা সেই দোআ করছি।
”উল্লেখ্য, মাওলানা আলী আকবর হাফিজাহুল্লাহ দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষায় অবদান রেখে আসছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি শুরু থেকেই ধর্মীয় মহলে বিতর্কিত ছিল।
সূত্র: TBN Desk