২৪ জুলাই ২০২৫ ।। টিবিএন ডেক্স ।। গাজীপুর ।।
গাজীপুরে সমকামিতার করে টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক কারখানা কর্মকর্তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৪৮) গাজীপুর ফিড মিল লিমিটেড-এ হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বুধবার (২৩ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতার হওয়া দুই যুবক হলেন—বগুড়া জেলা সদরের মৃত খলিল শেখের ছেলে নয়ন (২১) ও সারিয়াকান্দির মানিকদারচর গ্রামের এরশাদ আলীর ছেলে আল আমিন (১৯)। তারা গাছা থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পিবিআই জানায়, রফিকুল ইসলাম পাঁচ হাজার টাকার বিনিময়ে নয়ন ও আল আমিনকে শারীরিক সম্পর্কের জন্য বাসায় ডেকে আনেন। কিন্তু শারীরিক সম্পর্কের পর তিনি প্রতিশ্রুত অর্থ না দিয়ে, বরং গোপনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
তারা রফিকুলের গলা ও উরুতে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর ঘরের আলমারির ড্রয়ার তছনছ করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পরে ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন কড্ডা ব্রিজের পাশে ফেলে দেয়।
রফিকুলের ছেলে রাতুল আহমেদ গ্রামের বাড়ি গিয়েছিলেন মায়ের সঙ্গে। রোববার সকালে তিনি ফোনে বাবার সঙ্গে যোগাযোগ না পেয়ে দুই বন্ধুকে বাসায় পাঠান। দুপুর ১২:৩০ টার দিকে তারা তালাবদ্ধ ফ্ল্যাটের দরজা বাড়িওয়ালার সহায়তায় ভেঙে ভেতরে ঢুকে রফিকুলের লাশ খাটের উপর পড়ে থাকতে দেখে।
ঘরের বিভিন্ন সামগ্রী এলোমেলো অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাতুল আহমেদ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পিবিআই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুই আসামির অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর কুনিয়া মোতালেব মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি স্বীকার করে এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ভিকটিম তার প্রতিশ্রুত অর্থ না দিয়ে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। সেই ক্ষোভ থেকেই আসামিরা তাকে নির্মমভাবে খুন করে।”
সূত্র—বাংলা ট্রিবিউন