অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরও বহাল তবিয়তেই চাকরী করে যাচ্ছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তৎকালীন জেলসুপার কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী ও ভারতীয় এজেন্ট সুব্রত কুমার বালা।
২০২৪ সালের ৬ই আগস্ট, সুব্রত কুমার বালা নেতৃত্বে একটি মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে কাশিমপুরে নিরীহ কারাবন্দিদের ওপর ঠান্ডা মাথায় নৃশংস হত্যাযজ্ঞ চালায়। এতে ঠিক কতজন কারাবন্দিকে হত্যা করা হয়েছিল, তার সঠিক সংখ্যা আজও জানা যায়নি।
এই আওয়ামী সন্ত্রাসী সুব্রত কুমার বালার বিরুদ্ধে কারাবন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ ছিল অনেক আগে থেকেই। বিশেষ করে, হাসিনার পেটুয়া বাহিনীর সাজানো মিথ্যা জঙ্গি নাটকে আটক বন্দিদের সাথে। কারাগারে বন্দিদের নামাজ পড়তে না দেওয়া, বাসি খাবার খাওয়ানো, ঘুমে ব্যাঘাত ঘটানো, সুপেয় পানি, শীতবস্ত্র, মশারি এবং চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করত এই ভারতীয় এজেন্ট।
কারাগারে হাইপ্রোফাইলদের মাদক সরবরাহ, সীমাহীন দূর্নীতি করেও অদৃশ্য শক্তি বলয়ে পার পেয়ে গেছেন এই কুখ্যাত সন্ত্রাসী।
২০২৩ সালের ডিসেম্বরে, কাশিমপুর কারাগারে ৩ বিএনপি কর্মীর মৃত্যুর জন্যও এই সুব্রত কুমার বালাকেই দায়ী করা হয়।
আরো আশ্চর্যের বিষয়, হাসিনার পতন ঘটলেও এখনো বহাল তবিয়তেই চাকরী করে যাচ্ছেন সুব্রত কুমার বালা। বর্তমানে এই আওয়ামী সন্ত্রাসী রাজশাহী কারা প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এভাবেই চলছে তথাকথিত রাষ্ট্র সংস্কার, যার জন্য জীবন দিয়েছে ১৪০০ জনেরও বেশি ছাত্র-জনতা। পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার উজ্জ্বল নক্ষত্র।
Source – DOAM Bangla