আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী (হাফি.) সম্প্রতি জানিয়েছেন, তালেবান সরকারের অধীনে বর্তমানে প্রায় ২৮ লাখ নারী শিক্ষার্থী পড়াশোনা করছে, এবং দেশের মোট শিক্ষার্থীর সংখ্যা এখন ১ কোটির কাছাকাছি। রাজধানী কাবুলে এক আলোচনা সভায় তিনি এই তথ্য দেন।
আমীর খান মুত্তাকী (হাফি.) আরও জানান, দেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অভ্যন্তরীণ রাজস্ব দিয়ে সব ধরনের বাজেট পূরণ করছে। তিনি বলেন, তালেবান ক্ষমতায় আসার পর দেশে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে সফল অভিযান চালানো হয়েছে, এবং একটি ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠন করা সম্ভব হয়েছে।
তিনি প্রবাসী আফগানদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “আফগানিস্তান এখন সত্যিই সব আফগানের জন্য একটি অভিন্ন ঘর।” তিনি জোর দিয়ে বলেন, ২০২১ সালের কাবুল বিজয় ছিল সমগ্র জাতির বিজয়, যা দেশে অন্যায় ও অবিচারের পথ বন্ধ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী (হাফি.) এর এই তথ্য পশ্চিমা সভ্যতার মুখে চপেটাঘাত, যারা এতদিন বলে আসছিল তালেবানরা নারীদের ঘরে বন্দি করে রেখেছে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে মানবাধিকার লঙ্ঘন করছে।
—Insaf24