৬ ইং জুলাই ।। TBN desk ।।
পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির দাবি, অপারেশন সিন্দুর-এ নিয়ন্ত্রণরেখায় (LoC) ২৫০-র বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে!
যুদ্ধের ক্ষয়ক্ষতি স্বীকারে অনিচ্ছুক ভারত সরকার ভেতরে ভেতরে ১০০ জনেরও বেশি নিহত সেনাকে গোপনে মরণোত্তর সম্মাননা দিচ্ছে বলে জানা গেছে।
এছাড়া পাঠানকোট ও উদমপুর বিমানঘাঁটিতে বিস্তর ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে আন্তর্জাতিক ও স্বাধীন ভারতীয় মিডিয়ায়, যদিও সরকার তা অস্বীকার করে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভারত এখন যুদ্ধ ও তথ্য সংকট—দু’দিক থেকেই প্রচণ্ড চাপের মুখে!
এদিকে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’-এর সফলতা দাবি করে বলছে, ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসসহ আরও বেশ কিছু কৌশলগত সাফল্য এসেছে তাদের ঝুলিতে।
📌 দুই পরমাণু শক্তিধর দেশের এ সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে বাড়াচ্ছে উদ্বেগ।