দোহা, ১৯ অক্টোবর ২০২৫:
ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষামন্ত্রী মৌলভী ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তান যুদ্ধ চায় না, তবে যদি কোনো বাহ্যিক শক্তি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তারা নীরব থাকবে না। শনিবার (১৯ অক্টোবর) দোহা থেকে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মৌলভী ইয়াকুব বলেন, “আমরা কাউকে আমাদের ভূখণ্ড লঙ্ঘন করতে দেব না। পূর্ববর্তী আগ্রাসনের সময় যখন দেশের রক্ষা করেছিল আমাদের মুজাহিদরা, তখন থেকেই আমাদের অবস্থান সুদৃঢ়। আমাদের কথা ও কাজের মধ্যে কোনো গড়মিল নেই।” তিনি দাবি করেন, ইমারতে ইসলামিয়ার নীতি প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়।
প্রতিরক্ষামন্ত্রী একই সঙ্গে বলেছেন, ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রনীতি আক্রমণাত্মক নয়—“একটি রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য অন্য কোনো রাষ্ট্রকে সমর্থন করা আমাদের নীতি নয়।” তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
ডুরান্ড লাইনের প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, দোহা শান্তি চুক্তির ঘোষণায় ‘ডুরান্ড সীমান্ত’ শব্দ ব্যবহারে বিভ্রান্তি দেখা যায়; তিনি বলেন, “কাল্পনিক ডুরান্ড লাইন নিয়ে কোনও সমাধান বা সিদ্ধান্ত তাতে অন্তর্ভুক্ত ছিল না। ডুরান্ড বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আফগান জনগণেরই।” তার ভাষ্য, এ বিষয়টি জনগণের আলোচনা ও মতামতের মাধ্যমে নির্ধারণ হবে।