আফগানিস্তানে পাশদান বাঁধ উদ্বোধন: অর্থনৈতিক উন্নয়নে নতুন মাইলফলক
আফগানিস্তানের হেরাত প্রদেশে সদ্য নির্মিত পাশদান বাঁধের উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ। গত ১৪ আগস্ট উদ্বোধনকালে তিনি বলেন, বাঁধটি প্রদেশে খরার প্রভাব কমানো এবং কৃষকদের নানাবিধ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বছর মেগাপ্রকল্পটির অবশিষ্ট নির্মাণ কাজ শুরু হয়ে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে। উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদার জানান, ইসলামী শরিয়াহ বাস্তবায়নসহ রাজনৈতিক ও অর্থনৈতিক খাতে বিগত চার বছরে তালিবান সরকারের অর্জনগুলোর মধ্যে পাশদান বাঁধ অন্যতম।
৫ কোটি ৪০ লক্ষ ঘনমিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন বাঁধটি ১৩ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করবে। হাজার হাজার বাসিন্দা এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে।
উপপ্রধানমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, টেকনিক্যাল টিম ও শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইমারতে ইসলামিয়া সরকার স্বনির্ভরতা অর্জন এবং অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।