ওয়াশিংটন, ২২ এপ্রিল: আল কায়েদা, আল শাবাব ও দায়েশের মতো চরমপন্থি গোষ্ঠীগুলো মিলে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। সোমবার (২২ এপ্রিল) প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
ওয়াল্টজ বলেন, “এই গোষ্ঠীগুলো সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করার জন্য পরিকল্পনা ও নকশা তৈরি করেছে।” তিনি সতর্ক করেন, আফগানিস্তানসহ বিভিন্ন অঞ্চলে এসব সন্ত্রাসী গোষ্ঠী নতুন করে সংগঠিত হয়ে ১১ সেপ্টেম্বরের মতো বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও জানান, “যুক্তরাষ্ট্রের হাতে আর সময় নেই। আরেকটি হামলার জন্য অপেক্ষা করার বিলাসিতা আমরা করতে পারি না—প্রতিরোধমূলক পদক্ষেপ এখনই নেওয়া উচিত।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভাষ্যমতে, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে এ ধরনের হুমকি মোকাবেলায় সক্রিয় অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত ৭৪ জন পরিচিত সন্দেহভাজন নেতাকে নির্মূল করা হয়েছে। যদিও এসব অভিযানের অবস্থান বা টার্গেটদের পরিচয় সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এই সতর্কবার্তার পর মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো সম্ভাব্য হুমকি মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে। একইসঙ্গে দেশের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।