প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫ | সকাল ১০:০৩
মাদারীপুর প্রতিনিধি
ফিলিস্তিনের গাজা ও মিয়ানমারের আরাকান মুসলিমদের ওপর চলমান গণহত্যা ও নির্যাতন, এবং সম্প্রতি দেশের শিক্ষাবিদ ড. মোহাম্মদ সরোয়ার ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকির প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও আয়োজনগত কিছু বাধার কারণে সভাটি শুরু হয় পৌনে ১১টার দিকে। প্রায় এক ঘণ্টা আলোচনা শেষে দুপুর ১২টায় বনগ্রাম কওমি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হজরত মাওলানা আব্দুল বারী সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সিরাতুন্নবী (সা.) ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় শত শত আলেম-উলামা, ইমাম-খতিব, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আমন্ত্রিত কিছু অতিথি উপস্থিত হতে না পারলেও বিভিন্ন বিজ্ঞ আলেম-উলামা স্বতঃস্ফূর্তভাবে বক্তব্য প্রদান করেন। এতে সভার পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন—
ফিলিস্তিন ও আরাকানে নিরীহ মুসলিমদের ওপর চালানো হত্যাযজ্ঞ ইতিহাসের বিভীষিকাময় অধ্যায়।
শিক্ষিত সমাজ ও সৎচিন্তাবিদদের হত্যার হুমকি দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
মুসলিম উম্মাহর ঐক্য, সজাগ দায়িত্ববোধ ও আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের কার্যকর ভূমিকা ছাড়া এ সংকট নিরসন সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বারী বলেন,
“মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ না হয়, তবে ফিলিস্তিন-আরাকানের এই ট্র্যাজেডি আরও দীর্ঘায়িত হবে। একইসাথে দেশের ভিন্নমতাবলম্বীদের মুখ বন্ধ করার জন্য দেওয়া হুমকি কোনোভাবেই সফল হবে না।”
- উল্লেখ্য, সময় বেশি হয়ে যাওয়া এবং বাইরে প্রবল বৃষ্টির কারণে কর্মসূচির শেষে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়নি।