আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে টোটি ময়দান গ্যাসক্ষেত্রে অনুসন্ধান ও গ্যাস উত্তোলন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে আফগানিস্তান ধীরে ধীরে গ্যাস রপ্তানিকারক দেশে পরিণত হবে।
তিনি জানান, টোটি ময়দান প্রকল্প দেশীয় বাজারে গ্যাসের চাহিদা মেটাতে সহায়তা করবে এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাবে। পাশাপাশি এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার পথে একটি বড় অগ্রগতি হিসেবে কাজ করবে।
মোল্লা বারাদার আরও বলেন, এই ধরনের মেগাপ্রকল্প দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এখন বিনিয়োগের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি প্রকল্প বাস্তবায়নকারীদের আন্তর্জাতিক মান ও নীতিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন এবং দেশের সহজলভ্য শক্তিকে কাজে লাগাতে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান।