ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বিশ্বব্যাপী ইসরাইল ও আমেরিকার দূতাবাসগুলোর সামনে অবরোধের ডাক দিয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) এক বিবৃতিতে আরব ও মুসলিম বিশ্বসহ গোটাবিশ্বের মুক্তচেতনাসম্পন্ন মানুষের প্রতি এই আহ্বান জানায় হামাস।
হামাস বলেছে, ফ্যাসিবাদী ইসরাইল সরকার আবারও গাজ্জায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, যা মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আইন লঙ্ঘন করেছে।
বিবৃতিতে বলা হয়,
“এই অবরোধের লক্ষ্য হবে তেলআবিব ও ওয়াশিংটনের ওপর সব ধরনের চাপ সৃষ্টি করা, যাতে গাজ্জার জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ হয়।”
বিবৃতির শেষে গোটাবিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হামাস বলেছে—
“আসুন আমরা আরব, মুসলিম ও আন্তর্জাতিক পর্যায়ে একত্রিত হই এবং এক কণ্ঠে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াই।”