তেল আবিব, ইসরায়েল: ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং সাবেক রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার (২০ মার্চ) হামাস এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক বিমান ও স্থল হামলায় বহু বেসামরিক ফিলিস্তিনি নাগরিকের প্রাণহানির প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল নতুন করে গাজার বিরুদ্ধে স্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে। বুধবার ইসরায়েলি বাহিনী উত্তর ও দক্ষিণ গাজার প্রধান সংযোগ সড়ক বন্ধ করে দিয়ে সামরিক অভিযান আরও সম্প্রসারিত করার ঘোষণা দিয়েছে।
এদিকে, তেল আবিবে চালানো হামাসের রকেট হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু রকেট প্রতিহত করেছে বলে জানা গেছে।
গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইসরায়েলি বাহিনী হামাসের অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
(সংবাদ প্রতিবেদক, [দ্যা বেঙ্গল নিউজ])