নিজস্ব প্রতিবেদক | ১৩ এপ্রিল ২০২৫
ইতালিতে মুসলিমদের জামায়াতে নামাজ আদায়ের ওপর বিধিনিষেধ আরোপের ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও প্রতিবাদ দেখা দিয়েছে। বিশেষ করে মনফালকোন শহরে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।
মনফালকোন শহরের মেয়র আনা মারিয়া সিসিন্ট সম্প্রতি শহরের সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে জামায়াতে নামাজ আদায় নিষিদ্ধ করেছেন। তাঁর যুক্তি, এসব কেন্দ্র ধর্মীয় উপাসনার জন্য নয়, বরং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য নির্ধারিত। তিনি বলেন,
“নামাজ পড়তে হলে মসজিদে যেতে হবে; সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে নামাজ আদায় করা যাবে না”।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে মনফালকোনের মুসলিম সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশি অভিবাসীরা, তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দারুস সালাম মুসলিম সাংস্কৃতিক সমিতির সভাপতি বোউ কোনাতে বলেন,
“এটি বেদনাদায়ক। এটি চূড়ান্ত অপমান, যা আমরা কখনই আশা করিনি”।
ইতালির কেন্দ্রীয় সরকারও মুসলিমদের ধর্মীয় কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে। একটি প্রস্তাবিত আইনে বলা হয়েছে, রাস্তা বা গ্যারেজে জামায়াতে নামাজ আদায় করা যাবে না; নামাজ কেবলমাত্র অনুমোদিত মসজিদে আদায় করতে হবে।
এই আইনটি পাস হলে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আরও সংকুচিত হতে পারে।
এই নিষেধাজ্ঞাগুলো ইতালির সংবিধানে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে ইতালির উচিত সংবিধানের মানদণ্ড অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।