আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলায় ৮ সেনাসদস্যসহ মোট ১৭ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৮ মার্চ) খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ ও বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির (AFP) প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সশস্ত্র তালেবানের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চালানোর সময় বন্দুকযুদ্ধে ৭ সেনাসদস্য নিহত হন।
পুলিশের এক সূত্র জানায়, অভিযানের সময় তালেবান যোদ্ধারা একটি বাড়িতে লুকিয়ে ছিলেন, এবং নিরাপত্তা বাহিনী কাছে আসার পর তারা গুলি ছোড়ে।
সংঘর্ষে ৬ সেনাসদস্য আহত হন। কয়েক ঘণ্টাব্যাপী লড়াইয়ে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়। এ ঘটনায় তালেবান গোষ্ঠীর ৮ জন সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
অন্যদিকে, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে আরও এক সেনাসদস্য নিহত হন।
এ ঘটনায় আরও একজন সাধারণ নাগরিক প্রাণ হারান।
বেলুচিস্তানের পুলিশ কর্মকর্তা মহসিন আলী জানান, মোটরসাইকেলে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সেনাসদস্যের মৃত্যু হয়।
এ ছাড়া, গোয়াদর জেলায় সন্ত্রাসীদের আরেকটি হামলায় তিন সেনাসদস্য ও এক সাধারণ নাগরিক আহত হন।
গত কয়েক মাস ধরেই বেলুচিস্তানে সশস্ত্র হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গত মাসে এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা একটি যাত্রীবাহী ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ওই ঘটনায় বেশ কয়েকজন সেনাসদস্য নিহত হন।
এএফপি জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন সশস্ত্র হামলায় ১৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগই সেনাসদস্য।
পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনী অঞ্চল দুটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। তবে সহিংসতা কমানোর কার্যকর ব্যবস্থা এখনো নেওয়া সম্ভব হয়নি।