1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
RSO: আরাকানের ভূমি ছেড়ে বান্দরবানে আশ্রয় নেওয়া এক বিশ্বাসঘাতক সংগঠন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি বিজ্ঞানী ড. সাইদুর রহমান তেল ছাড়াও স্বর্ণ–গ্যাস–খনিজে সমৃদ্ধ ভেনেজুয়েলা: কেন বৈশ্বিক শক্তির কৌশলগত কেন্দ্রে দেশটি ইব্রাহিম (আ.)–এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’ মন্তব্য: জামায়াত নেতার বক্তব্য ঘিরে বিতর্ক ভেনেজুয়েলার তেল খাতে যুক্তরাষ্ট্রের ‘একচেটিয়া অংশীদারিত্ব’ দাবি আন্তর্জাতিক আইন লঙ্ঘন: চীন চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবক আটক বিএসএফ নর্দা মাদ্রাসার ঘটনায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুললেন রুহুল আমিন সাদি বাসচালককে মারধরের অভিযোগে সাপাহার সার্কেল এএসপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ মাদ্রাসায় চুরি করতে যাওয়া চোরের বিচার না করে, চোরের গায়ে পানি দেওয়ার কারণে ৩ নাবালক শিশুর ৭ দিনের কারাদণ্ড ভাইরাল দাবি ফ্যাক্ট চেক: সিরিয়ার নতুন ব্যাংকনোটে কালিমা যুক্ত হয়নি কওমি সার্টিফিকেটের মূল্য কোথায়?—১৫ বছরের শিক্ষাও বিদেশে অচেনা

RSO: আরাকানের ভূমি ছেড়ে বান্দরবানে আশ্রয় নেওয়া এক বিশ্বাসঘাতক সংগঠন

TBN Desk
  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৬৯ Time Views

RSO: আরাকানের ভূমি ছেড়ে বান্দরবানে আশ্রয় নেওয়া এক বিশ্বাসঘাতক সংগঠন

আরাকান আজ রক্তাক্ত। রোহিঙ্গা জাতির অধিকারের দাবিতে কথা বলা বা সংগ্রাম করার অর্থ — আরাকানের মাটিতে জীবন বাজি রাখা। কিন্তু আজ যখন একপক্ষ সেই আরাকানের জ্বলন্ত মাটিতে রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলছে, তখন আরেকপক্ষ বান্দরবানের পাহাড়ে বসে নাটক করছে, মিথ্যা ছড়াচ্ছে, নিজেদেরকে “রোহিঙ্গা জাতির প্রতিনিধিত্বকারী সংগঠন” হিসেবে প্রমাণ করতে চাইছে। তাদের নাম RSO (Rohingya Solidarity Organization)।

 

এই প্রতিবেদন কোনো পক্ষপাতদুষ্ট বিবৃতি নয়, বরং প্রমাণনির্ভর বিশ্লেষণ — যা দেখাবে RSO-এর বিশ্বাসঘাতকতা, তাদের জান্তা ও AA (Arakan Army)-এর সঙ্গে আঁতাত, এবং ARSA-এর বিরুদ্ধে ষড়যন্ত্র।

 

• RSO: যারা আরাকানের মাঠে কখনোই ছিল না

রোহিঙ্গা জনগণের অধিকার আদায়ের বড় বড় কথা বলা RSO আসলে আজও আরাকান মাটিতে উপস্থিত নয়। তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বান্দরবানের পাহাড়ে আশ্রয় নিয়ে আছে। অথচ ARSA (Arakan Rohingya Salvation Army) ২০১৭ সাল থেকে জীবনবাজি রেখে জান্তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, ৩০টির বেশি সামরিক ক্যাম্প গুড়িয়ে দিয়েছে

 

প্রশ্ন: যারা আরাকানের মাটি কখনো ছোঁয়নি, তারা কীভাবে আরাকানের প্রতিনিধি?

উত্তর: স্পষ্ট — RSO কখনো মাঠের লড়াই করেনি, তারা বরং পেছন থেকে ছুরি মেরেছে।

 

• RSO ও Arakan Army-এর প্রকাশ্য আঁতাত

আরাকান আর্মি (AA) হলো সেই বিদ্রোহী গোষ্ঠী, যারা নিজেরাই রোহিঙ্গা মুসলমানদের নিধন করে যাচ্ছে, আরাকান দখল করে বৌদ্ধ জাতীয়তাবাদ ছড়াচ্ছে। অথচ RSO প্রকাশ্যে স্বীকার করে যে:

 

> ❝আমরা Arakan Army-কে জাতি হিসেবে স্বীকৃতি দেই এবং তাদের সঙ্গে একসাথে কাজ করতে চাই❞ — [সূত্র: যমুনা টিভির কথিত সাক্ষাৎকার, যেটা আসলে বান্দরবানে নেওয়া]

সত্য: এই তথাকথিত সাক্ষাৎকারে দেখানো হয় RSO-র সামরিক শাখার নেতা মিস্টার আয়ুব (থিং মং), অথচ তারা আরাকান নয়, বান্দরবানে বসে কথা বলছিল।

প্রশ্ন: যদি RSO সত্যিই রোহিঙ্গা জাতির জন্য কাজ করত, তাহলে আজও কেন তারা আরাকানে ফিরতে পারেনি?

উত্তর: কারণ তারা AA ও জান্তার সঙ্গে আঁতাতে ব্যস্ত, ময়দানে সংগ্রামের কোনো যোগ্যতা তাদের নেই।

 

• RSO ও জান্তার মধ্যে গোপন বোঝাপড়া: অকাট্য প্রমাণ

২০২৪ সালের সেপ্টেম্বরে, Reuters-এ প্রকাশিত এক প্রতিবেদনে RSO-এর মুখপাত্র Ko Ko Linn স্বীকার করেন:

 

> ❝The junta did not attack us, and we did not attack them … This has become an understanding by nature.❞(সূত্র – )

এর মানে তারা নিজেদের রক্ষা করছে জান্তার সঙ্গে বোঝাপড়া করে — যেই জান্তা রোহিঙ্গাদের গণহত্যা চালিয়েছে ২০১৭ সাল থেকে!

এছাড়া, Fortify Rights-এর মতে, সেনাবাহিনী RSO-কে একটি তিনতলা ভবন দিয়েছে এবং তাদের সামরিক শাখা বান্দরবানে ঘাঁটি স্থাপন করেছে।

যারা মজলুম জাতির হত্যাকারীর সাথে বোঝাপড়া করে, তাদেরকে কি রোহিঙ্গা প্রতিনিধি বলা যায়?

 

• ARSA: ময়দানের সংগ্রামী সংগঠন

ARSA হলো সেই সংগঠন, যারা ২০১৭ সালে জীবনবাজি রেখে ৩০টি সামরিক ক্যাম্প ধ্বংস করেছিল। তাদের আক্রমণের ফলেই বিশ্বব্যাপী জান্তার অত্যাচারের খবর সামনে আসে। Amnesty International বলছে:

 

> “New attacks against Rohingya recall 2017 — but ARSA did not initiate them.”(সূত্র –  )

 

• Fortify Rights জানায়:

> “RSO, rather than resisting, fled in the face of Arakan Army attacks. (সূত্র–  )

সত্য: ময়দানে একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছে ARSA। তারা AA ও জান্তার বিরুদ্ধে এককভাবে দাঁড়িয়েছে।

 

• RSO-এর প্রচারযুদ্ধ ও মিথ্যাচার। RSO ও তাদের এজেন্টরা বারবার ARSA’র বিরুদ্ধে কয়েকটি মিথ্যা অপবাদ দেয়:

1. ARSA নাকি AA-এর সহযোগী — অথচ ARSA বরাবর AA-কে কাফির ঘোষণা দিয়েছে।

2. ARSA মাদক ব্যবসায়ী — অথচ প্রতিষ্ঠাতা আতাউল্লাহ বহুবার এর প্রতিবাদে ভিডিওবার্তা দিয়েছেন।

3. ARSA মানুষের ক্ষতি করে — অথচ প্রতিটি প্রতিরোধ AA বা জান্তার আগ্রাসনের জবাবে করা হয়েছে।

 

RSO-এর সত্যিকারের উদ্দেশ্য: ARSA-কে অপদস্থ করে নিজেদের জান্তা-সমর্থক চরিত্র আড়াল করা। RSO হলো সেই ফাসিক গোষ্ঠী, যারা মিথ্যাচার ও নাটক ছড়ায়। আমাদের করণীয়: যাচাই ছাড়া বিশ্বাস না করা এবং মুসলিম ভাইদের সম্মান রক্ষা করা।

 

• RSO নয়, ARSA-ই সত্যিকারের প্রতিরোধের মুখ

RSO হলো একটি বিশ্বাসঘাতক সন্ত্রাসী গোষ্ঠী, যারা আজ আরাকানের নামে নাটক করে, জান্তার ছায়ায় নিরাপদে বসে ARSA-এর বিরুদ্ধে অপপ্রচার চালায়।

• ARSA-ই একমাত্র সংগঠন, যারা রোহিঙ্গা জনগণের জান-মাল রক্ষায় জীবন দিয়ে লড়ছে।

• ARSA-র বিরুদ্ধে অপবাদ দিয়ে RSO মূলত রোহিঙ্গা জাতিকেই পেছন থেকে ছুরি মারে।

 

❝RSO: রোহিঙ্গা জাতির পেছনে ছুরি বসানো এক বিশ্বাসঘাতক  গোষ্ঠী❞

 

হকপন্থী মুজাহিদদের সম্মান রক্ষায় এই বার্তা ছড়িয়ে দিন। ভণ্ডদের মুখোশ উন্মোচন করুন।

 

সূত্র-আরাকান নেটওয়া

TBN desk 

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD