ডেস্ক রিপোর্ট | আন্তর্জাতিক
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে যে সিরিয়া সম্প্রতি চালু করা নতুন ব্যাংকনোটে জলছাপে ইসলামিক কালিমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সংযুক্ত করা হয়েছে। দাবি ঘিরে অনলাইনে একাধিক ছবি ও পোস্ট ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এ দাবির সত্যতা যাচাই করতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সরকারি সূত্র পর্যালোচনা করা হয়েছে।
যাচাইয়ে দেখা যায়, সিরিয়া ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন নকশার ব্যাংকনোট বাজারে ছাড়ে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও বিশ্বস্ত গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, নতুন নোটগুলোতে আগের মতো সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর পরিবারের কোনো ছবি রাখা হয়নি। বরং নোটের নকশায় দেশটির প্রকৃতি ও কৃষিভিত্তিক প্রতীক যেমন গম, জলপাই, কমলা ও ফুলের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এসব প্রতিবেদনের কোথাও নতুন নোটে ইসলামিক কালিমা লেখা জলছাপ হিসেবে যুক্ত করার তথ্য পাওয়া যায়নি ।
এ বিষয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণাও পর্যালোচনা করা হয়। সরকারি বিজ্ঞপ্তিতে নতুন মুদ্রা চালুর কারণ, নকশাগত পরিবর্তন এবং পুরোনো নোট বদলের প্রক্রিয়া ব্যাখ্যা করা হলেও জলছাপ কোনো লেখার উল্লেখ নেই ।
অন্যদিকে, যে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে সেগুলোর উৎস যাচাই করলে দেখা যায়, সেগুলোর বেশিরভাগই যাচাইযোগ্য নয় এবং কোনো প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম বা সরকারি প্রকাশনা থেকে নেওয়া হয়নি।
সব দিক বিবেচনায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম, সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে বলা যায়, সিরিয়ার নতুন ব্যাংকনোটে জলছাপে কালিমা যুক্ত করার দাবি প্রমাণিত নয়। এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো বিশ্বাসযোগ্য বা সরকারি তথ্য পাওয়া যায়নি।
TBN ফ্যাক্ট-চেক রায়: দাবিটি সত্য নয় / প্রমাণহীন
তথ্যসূত্র:
NDTV, Reuters, Euronews, Financial Times ও সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SANA-র প্রকাশিত প্রতিবেদনসমূহ