বুথিডাং, মিয়ানমার | ২৯ জুলাই ২০২৫:
পশ্চিম মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডাং শহরের দুটি গ্রাম থেকে অন্তত ৬০ জন রোহিঙ্গা কৃষককে অপহরণ করেছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (AA)। স্থানীয় সময় গত শুক্রবার (২৫ জুলাই) ‘সিন নিয়েন প্যা’ ও ‘থা ফিত টাউন’ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ৫০ জন সশস্ত্র আরাকান আর্মির সদস্য মাঠে অভিযান চালিয়ে কৃষকদের নিজেদের জমি থেকে ধরে নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে জমির মালিক, দিনমজুর ও একই পরিবারের একাধিক সদস্য রয়েছেন। ঘটনার সময় কৃষকরা ভারি বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পুনরুদ্ধারের কাজে ব্যস্ত ছিলেন।
একজন স্থানীয় বাসিন্দা জানান, “আমরা নিয়মিত কর দিয়েই নিজেদের জমিতে চাষাবাদ করে আসছি। কিন্তু কোনো ধরনের সতর্কবার্তা বা নিষেধাজ্ঞা ছাড়াই হঠাৎ করে এসে আরাকান আর্মি আমাদের আত্মীয়-স্বজনদের ধরে নিয়ে গেছে।”
অপহৃতদের প্রথমে ‘কিয়াউক সার টেইং’ গ্রামে এক রাত আটকে রাখা হয় বলে জানা গেছে। পরে তাদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়, ধারণা করা হচ্ছে তারা এখন বুথিডাং শহরের কোনো গোপন স্থানে বন্দি রয়েছেন। অপহরণের সময় গ্রামের রাতের পাহারাদারদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়, যাতে কেউ বাধা দিতে না পারে বা বাইরে খবর পাঠাতে না পারে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত আটক ব্যক্তিদের স্বাস্থ্য, নিরাপত্তা বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সন্ত্রাসী আরাকান আর্মি গত এক বছর ধরে আরাকান রাজ্যের প্রায় ৯০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এর ফলে অঞ্চলটিতে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে, এবং সাধারণ জনগণ বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গারা নিদারুণ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন।
সূত্র: এএনএ, Arakan Desh TV