কাবুল, বুধবার গভীর রাত (আন্তর্জাতিক ডেস্ক):
আফগানিস্তানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শিশু ও নিরীহ বেসামরিক মানুষ হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি—রাতের আঁধারে চালানো এই অভিযানে ফুলের মতো নিষ্পাপ শিশুদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। অনেকে একে মানবতার চরম লঙ্ঘন বলে মন্তব্য করছেন।
দীর্ঘদিন ধরেই আফগানিস্তানে পাকিস্তানি সেনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। দুই দশকব্যাপী বিদেশি আগ্রাসনের সময় পাকিস্তানের সহযোগিতা এবং পরবর্তীতে তাদের সামরিক কার্যক্রম একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা পাকিস্তান-আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। তারা বলছেন, শিশু ও বেসামরিক মানুষের উপর হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এ ঘটনায় পাকিস্তান সরকার বা সেনাবাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে।
এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি—শিশু হত্যার মতো নৃশংস ঘটনায়ও বিশ্ব নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
একজন আঞ্চলিক বিশ্লেষক মন্তব্য করেছেন, “পাকিস্তান আফগানিস্তানে হামলার মাধ্যমে নিজের মৃত্যু নিজেই ডেকে আনছে।”