ভিসা জালিয়াতিতে ভারতীয়দের সংশ্লিষ্টতা, নজরদারিতে বাংলাদেশও
অটোয়া, ৬ নভেম্বর ২০২৫ (আন্তর্জাতিক ডেস্ক)
ভিসা জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় বাংলাদেশ ও ভারত থেকে আসা আবেদনকারীদের ওপর কঠোর নজরদারি ও গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার।
কানাডার অভিবাসন মন্ত্রণালয়ে দাখিল করা এক নথিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভিসা জালিয়াতির প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এজন্য সরকার চায়—প্রয়োজনে নির্দিষ্ট দেশ থেকে আসা হাজারো ভিসা একসঙ্গে বাতিল করার অধিকার।
বর্তমানে কানাডা কেবল যুদ্ধ বা বৈশ্বিক জরুরি অবস্থায় এমন পদক্ষেপ নিতে পারে। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী, ‘চ্যালেঞ্জ দেশ’ হিসেবে চিহ্নিত ভারত ও বাংলাদেশও এই আওতায় পড়বে। অর্থাৎ সন্দেহ দেখা দিলে যেকোনো সময় গণভিত্তিক ভিসা বাতিল করা সম্ভব হবে।
বিলটি ইতিমধ্যে কানাডার পার্লামেন্টে আলোচনা পর্যায়ে রয়েছে এবং শিগগিরই আইনে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে মানবাধিকার সংস্থাগুলো এর তীব্র বিরোধিতা করেছে। ‘মাইগ্র্যান্ট রাইটস নেটওয়ার্ক’-সহ তিন শতাধিক সংগঠন জানিয়েছে—এটি কার্যত ‘গণ ফেরত পাঠানোর আইন’ হয়ে উঠবে, যা অভিবাসনপ্রত্যাশীদের মৌলিক অধিকার লঙ্ঘন করবে।