জেরুজালেম, ২৩ এপ্রিল: ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানী জেরুজালেমের আশপাশের কয়েকটি শহরে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে অগ্নিনির্বাপন বাহিনী। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দাবানলের তীব্রতা এতটাই বেশি যে নিরাপত্তার স্বার্থে বেইত শেমেশের গুরুত্বপূর্ণ একটি সড়ক (রুট ৩৮) বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার শুরু হওয়া এই দাবানলের মূল কারণ হিসেবে ক্রমবর্ধমান তাপমাত্রা ও প্রচণ্ড বাতাসকে দায়ী করা হচ্ছে। শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুমে প্রথম আগুন দেখা দেয়, যা মুহূর্তেই বিস্তৃত হয়ে পড়ে আশপাশের এলাকায়।
বেইত শেমেশের আশেপাশের এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওন এলাকায় বসবাসকারী শত শত মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ১১০টি অগ্নিনির্বাপক ইউনিট, ৮টি অগ্নিনির্বাপক বিমান ও একটি হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে।
ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী ও দুজন সাধারণ নাগরিক।
এছাড়া দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও দেশটির বিভিন্ন জেলার অগ্নিনির্বাপক বাহিনী যৌথভাবে কাজ করছে।
দাবানলের ভয়াবহতা বিবেচনায় আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।