তালিবান নেতাদের বিরুদ্ধে ঘোষিত পুরস্কার প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
কাবুল, ২৪ মার্চ: যুক্তরাষ্ট্র তালিবানের বিশিষ্ট নেতা ও আফগান স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা খলিফা সিরাজউদ্দিন হাক্কানিসহ আরও দুই তালিবান নেতার বিরুদ্ধে ঘোষিত ১০ মিলিয়ন ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে। তালিবানের সরকার ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তালিবান প্রশাসন সম্প্রতি মার্কিন নাগরিক জর্জ গ্লিজম্যানকে মানবিক পদক্ষেপ হিসেবে মুক্তি দেয়। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তানে ভ্রমণের সময় আটক হয়েছিলেন। গ্লিজম্যানের মুক্তির পরপরই যুক্তরাষ্ট্র তিন তালিবান নেতার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
পুরস্কার প্রত্যাহার হওয়া অপর দুই তালিবান নেতা হলেন আবদুল আজিজ হাক্কানি ও ইয়াহিয়া হাক্কানি।
যুক্তরাষ্ট্র-তালিবান সম্পর্কের নতুন মোড়?
মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার প্রতিফলন। মার্কিন কর্মকর্তারা এটিকে ইমারতে ইসলামিয়ার সঙ্গে সংলাপের ইতিবাচক ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন।
তবে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রত্যাহার করলেও এফবিআই এখনও তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য সংরক্ষণ করছে, যা তাদের দ্বৈত নীতির প্রতিফলন।
পুরস্কার ঘোষণার পটভূমি
মার্কিন যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালিয়ে তালিবান সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। মাওলানা সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা, অপহরণ এবং আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়।
তবে ২০২১ সালে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সিরাজউদ্দিন হাক্কানি আফগান স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রমাণ করে যে, তারা আফগানিস্তানের নতুন বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়েছে।
