বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখায় হিজাব ইস্যুকে কেন্দ্র করে শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ষষ্ঠ শ্রেণির ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার প্রায় ২০ থেকে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেন।
অভিভাবকদের দাবি, তাদের মেয়েরা প্রতিদিনের মতো হিজাব পরে ক্লাসে উপস্থিত হলে সংশ্লিষ্ট শিক্ষিকা খারাপ ব্যবহার করেন এবং মন্তব্য করেন, “হিজাব পরলে জঙ্গির মতো লাগে।” এ ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
তবে শিক্ষিকা ফজিলাতুন নাহার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের স্কুলের নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে। হিজাব বা পর্দার ক্ষেত্রে সাদা স্কার্ফ অনুমোদিত। কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী ওড়না পরে এসেছিল। তাই তাদের ক্লাস থেকে বের করা হয়েছে। এটি শাস্তিমূলক নয়, বরং নিয়ম মানতে শেখানোর উদ্দেশ্যে করা হয়েছে।”
ঘটনার পর অভিভাবক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা জানান, অন্যান্য শিক্ষক হিজাব নিয়ে কোনো মন্তব্য বা বাধা দেননি, কিন্তু ওই শিক্ষিকা অসদাচরণ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, “ঘটনার খবর আমরা পেয়েছি। বসুন্ধরা শাখাপ্রধানের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।