ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন ক্যাডারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার পর লালমাটিয়ার ২৭ নম্বর সড়কের পাশে মিনা বাজারের সামনে মিছিল করতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা। পরে বিক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া করে আটক করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃতরা হলেন—রাজু (৩০), লাবনী (৩৫) ও সিরাজুল (৪৫)।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শাহাদাত বিষয়টি নিশ্চিত করে জানান, গণপিটুনিতে আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তারা পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।