চট্টগ্রাম | ১০ অগাস্ট ২০২৫
চট্টগ্রামের হালিশহরের ফইল্লাতলী বাজার এলাকার এক বাসায় ঢুকে চারজন হিজড়া স্থানীয় এক বাসিন্দার পরিবারকে আতঙ্কিত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আকিক আব্দুল্লাহ জানান, তিনি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর দরজা খুলতেই দেখতে পান চারজন হিজড়া তার স্ত্রী ও সন্তানের ঘরে অবস্থান করছে। এ সময় তার স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং ভয়ে কেঁপে ওঠেন।
তিনি জানান, হিজড়ারা প্রথমে ১ থেকে দেড় হাজার টাকা দাবি করে। তিনি জানান, তার কাছে মাত্র ১০ টাকা রয়েছে এবং পকেটে থাকা সেই টাকা দেখান। কিন্তু হিজড়ারা জোরাজুরি চালিয়ে যায় এবং শিশু সন্তানকে নিয়ে অশালীন মন্তব্য করে। ভুক্তভোগী পুলিশের কথা বললে তাদের আচরণ আরও খারাপ হয় বলে অভিযোগ।
অনেকক্ষণ ধস্তাধস্তি ও অপমানজনক কথা বলার পর পাশের এক প্রতিবেশী টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেন। ঘটনাটি শেষ হওয়ার পরও ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীর দাবি, হিজড়ারা ফইল্লাতলী বাজারের পেছনে বসবাস করে এবং তারা নিজেরাই বলেছে যে পুলিশের কাছে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হবে না। তিনি প্রশ্ন তুলেছেন, মানুষের ঘরে ঢুকে এই ধরনের ভয়-ভীতি ও অর্থ আদায়ের চেষ্টা কোনভাবে বৈধ হতে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।