আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মহারাজা ও টিপরা মোথা নেতা প্রদ্যোৎ মাণিক্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
চট্টগ্রাম বন্দরের দখল চেয়েছিলেন পাহাড়িরা— দাবি প্রদ্যোৎ মাণিক্যের
সম্প্রতি চীন সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নাকি মন্তব্য করেছিলেন, “উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। আমরা এই অঞ্চলে সমুদ্রের দেখভাল করি। এটি চীনা অর্থনীতির সম্প্রসারণের একটি সুযোগ হতে পারে।”
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রদ্যোৎ মাণিক্য বলেন, “চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে বেশি দূরে নয়। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রাস্তা তৈরি করা উচিত। একসময় চট্টগ্রাম শাসন করত পাহাড়িরাই, তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসনের ওপর নির্ভরশীল নই।”
তিনি আরও দাবি করেন, ১৯৪৭ সালে চট্টগ্রামের পাহাড়ি জনগণ ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন। কিন্তু চট্টগ্রাম বন্দর ভারতের হাতছাড়া হওয়াটা ছিল একটি বড় ভুল।
বাংলাদেশ ভেঙে ফেলার ইঙ্গিত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে সংযুক্ত করতে বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের পরিবর্তে বাংলাদেশকে ভেঙে ফেলার পরামর্শ দেন প্রদ্যোৎ মাণিক্য। তিনি বলেন, “উদ্ভাবনী প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করার পরিবর্তে বাংলাদেশকে ভেঙে ফেলাই ভালো। এতে ভারত সরাসরি সমুদ্রে পৌঁছাতে পারবে।”
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠী সবসময় ভারতের অংশ হতে চেয়েছিল। “লাখ লাখ ত্রিপুরী, গারো, খাসি ও চাকমা জনগোষ্ঠী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বাংলাদেশে বসবাস করছে,”—বলেন তিনি।
কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা
প্রদ্যোৎ মাণিক্যের এই বক্তব্য বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বাংলাদেশ সরকার বা ভারতের কেন্দ্রীয় সরকার এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।