চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রধান হাসিব আজিজের হুঁশিয়ারি — বেতার বার্তায় থানা-ফাঁড়ি তৎপর থাকবেন; অস্ত্র উদ্ধারে তদন্তের দাবি
টাইমস্ট্যাম্প: ১১ নভেম্বর ২০২৫, চট্টগ্রাম — দুপুর
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলার সব থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশে মৌখিক নির্দেশনায় বলেছেন—অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করে (ব্রাশফায়ার) হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন। তিনি বলেন, এটি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং বেতার (ওয়্যারলেস) বার্তায় সব টহল ও ফাঁড়িকে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে।
কমিশনার বলেন, ২০২৪ সালের ৬, ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র লুট হওয়ার ঘটনা ঘটেছে; এরপর অনেক অস্ত্র বাইরে চলে গেছে। “এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে গেছে কি না, অপরাধে ব্যবহার হচ্ছে কি না—আমরা নিশ্চিত নই,” মন্তব্য করেন তিনি। তিনি আরো উল্লেখ করেন যে সম্প্রতি এক নির্বাচনি গণসংযোগে ব্যবহৃত এক অটোমেটিক পিস্তলও পুলিশের অস্ত্র হতে পারে। এসব প্রেক্ষাপটে তিনি সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন।
কমিশনারের উক্তি উদ্ধৃত করে সংবাদমাধ্যমে বলা হয়:
“যে বা যারা অস্ত্র নিয়ে হত্যা করতে উদ্যত হবে তাকে যেন গুলি করে মেরে ফেলা হয়। এটা দণ্ডবিধির ৭৫, ৭৬, ৯৬ থেকে ১০৬ ধারায় উল্লেখ আছে।”
সিএমপির অফিসিয়াল পর্যায়ে এখনো লিখিত কোনো নির্দেশ জানানো হয়নি; তবে কমিশনার এ ধরনের তৎপরতা ও রণনীতি ঘোষণা করে বলছেন, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেয়া হবে এবং অস্ত্র উদ্ধারে যত্নশীল অভিযান চালানো হবে।