সীতাকুণ্ড পর্বতের চূড়ায় মসজিদ নির্মাণের উদ্যোগ, ৯০% নিশ্চিত: আলহামদুলিল্লাহ্
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্থানীয় আলেম ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
গতকাল চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণ করে নামাজ পড়ার সুযোগ না পেয়ে দারুণ ব্যথিত হন মুফতি সাইফুল ইসলাম। তিনি জানান, “৯৩% মুসলমানের দেশে পাহাড়ের চূড়ায় পাশাপাশি দুটি মন্দির থাকতে পারে, অথচ মুসলমানরা নামাজ পড়ার অনুমতি পর্যন্ত পান না।”
পরে হাটহাজারী মাদ্রাসায় ছাত্রদের সঙ্গে আলাপ শেষে তিনি শায়খ হারুন ইযহার (হাফিঃ) এর কাছে বিষয়টি তুলে ধরেন। শায়খ প্রশংসা করে বলেন, “এটি একটি অত্যন্ত সুন্দর উদ্যোগ। মসজিদ করা আমার দায়িত্ব, তবে আর্থিক সহযোগিতায় আপনিও থাকবেন।”
মুফতি সাইফুল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছেন মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের বড় অংশ তিনি নিজেই বহন করবেন। শায়খ আশ্বাস দিয়েছেন, “আগামীকালই প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে। ইনশাআল্লাহ্ মসজিদ অবশ্যই হবে।”
স্থানীয় মুসলমানরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মসজিদ দ্রুত নির্মাণে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।