ঢাকায় আবারও ভূকম্পন—বিশেষজ্ঞদের মতে ‘অশনিসংকেত’
রাজধানী ঢাকায় একদিনের ব্যবধানে দ্বিতীয়বার ভূকম্পন অনুভূত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এর ঠিক আগের দিনই ঢাকায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। ধারাবাহিক এই কম্পন জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে।
ভূ-বিশেষজ্ঞদের মতে, স্বল্প ব্যবধানে পরপর দুইবার কম্পন অত্যন্ত সতর্কবার্তা। এটি ইঙ্গিত দিচ্ছে—ভূ-অভ্যন্তরে সঞ্চিত চাপ দ্রুত মুক্তি পাচ্ছে, যা ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত শহরের জন্য বড় ঝুঁকির কারণ।
ঢাকা শহর মূলত তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের নিকটে অবস্থিত। তার ওপর দুর্বল ভবন, অপরিকল্পিত অবকাঠামো ও সীমিত উদ্ধার সক্ষমতার কারণে শহরটি দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকির তালিকায়।
বিশেষজ্ঞরা বলছেন—এ ধরনের ধারাবাহিক কম্পন বড় ভূমিকম্পের পূর্ব-ইঙ্গিত হতে পারে।
তাদের মতে, এই পরিস্থিতি পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে ঢাকা এখন একটি বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে আছে।