শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে ঈদের দিন সকালে শহীদ জুনায়েদ ফরাজীর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের ভাষ্যমতে, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সেক্রেটারি আবু আলেম মাদবরের নির্দেশে এই হামলা চালানো হয়।
হামলাকারীরা শহীদ জুনায়েদের কবরের প্রাচীর ভাঙচুর করে, বাড়িঘরে তাণ্ডব চালায় এবং পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা করে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।