ইসলামি লেখক, গবেষক ও অনলাইন এক্টিভিস্ট আসিফ আদনান তার ভেরিফাইড ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “ইনশাআল্লাহ, বাংলাদেশসহ উপমহাদেশ, সিরিয়া, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশগুলোতে ঈদ-উল-ফিতর পালিত হবে আগামীকাল।”
এছাড়া, তিনি ইমাম ইবনু রজব আল-হানবলী রাহিমাহুল্লাহ‘র একটি উক্তি উদ্ধৃত করে উল্লেখ করেন, “ঈদ তো নতুন কাপড় পরিধানকারীর জন্য নয়, প্রকৃতপক্ষে ঈদ তো তার জন্য, যে আল্লাহর আনুগত্যের মাত্রা বৃদ্ধি করতে পেরেছে।”
ঈদের আনন্দের সাথে সাথে বিশ্বের নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য দুআ করার আহ্বান জানিয়েছেন তিনি। একইসাথে, ঈদের সময় ইবাদাতে মনোযোগী হওয়ার পরামর্শও দিয়েছেন।
সবার প্রতি ঈদ মুবারক জানিয়ে আসিফ আদনান আরও লিখেছেন, “আল্লাহ যেন আমাদের ঈদ উদযাপনের ক্ষেত্রে তাকওয়া এবং শরীয়াহ-বিরোধী যেকোনো কিছু থেকে বিরত রাখেন।”