বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাসুদ রানা (৩০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল জানান, গত বৃহস্পতিবার মাসুদ রানা ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়
প্রথমে উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হলেও তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে শাহবাজপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক।