ময়মনসিংহের গৌরিপুরে নির্যাতনের শিকার সেই মাদ্রাসাপড়ুয়া পাঁচ বোনের ঘটনা কি আপনাদের মনে আছে? সম্প্রতি আবারও সেই পরিবারের ওপর হামলা চালিয়েছে চিহ্নিত অপরাধীরা।
গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাদের ঘরের টিন কুপিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, পরিবারের অভিভাবক সিদ্দিক হোসেনকে ফের প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল সিদ্দিক হোসেনকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নতুন মামলা দায়ের করতে তাঁরা পুলিশ সুপারের কার্যালয়েও যাবেন বলে জানা গেছে।
স্থানীয় সচেতন ছাত্র জনতা বলছে, পুলিশ যদি এই পরিবারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে জনগণই বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হবে।
“একটি সভ্য সমাজে বারবার এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না,”—বলেছেন এক ছাত্রনেতা।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহের সকল নাগরিক, বিশেষ করে ছাত্র সমাজকে আগামীকাল ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সবার সম্মিলিত প্রতিবাদই পারে এ ধরনের অপরাধ দমন করতে।