ঢাকা, ১ এপ্রিল: সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজিত ঈদ মিছিলে ‘মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ’ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এক বিবৃতিতে সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বলেন, “সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্য ‘ঈদ মিছিল’ পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের সাংস্কৃতিক পুনর্জাগরণ শুরু হয়েছে। সাধারণ মানুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে এবারের ঈদ মিছিল ব্যাপক সাড়া ফেলেছে। তবে দুঃখজনকভাবে, সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজিত মিছিলে বিভিন্ন প্রতিকৃতি ও ভাস্কর্যের সংযোজন ঈদের মূল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
নেতৃবৃন্দ আরও বলেন, “ইসলামে দুই ঈদের প্রবর্তনের ইতিহাস না জেনে ঈদ মিছিলে এমন সংস্কৃতি সংযোজন করা হয়েছে, যা মুসলিম সংস্কৃতির পরিপন্থী। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
একইসঙ্গে, হেফাজত নেতারা শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ করে দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। তবে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।