নিজস্ব প্রতিবেদক │ ময়মনসিংহ │ প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মুক্তিযোদ্ধার নাম আব্দুল করিম (মিলিটারি)। তিনি স্থানীয়ভাবে সাবেক সেনা সদস্য হিসেবে পরিচিত।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন,
> “আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তদন্ত চলছে।”
তবে স্থানীয়রা জানিয়েছেন, আব্দুল করিমের সঙ্গে তার প্রতিবেশীদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
অভিযুক্তের ছেলে দিদার আলম বলেন,
> “জমিজমা নিয়ে মামলা আগেই নিষ্পত্তি হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর কয়েকজন প্রতিবেশী—বুলবুল, মজিদ, হুমায়ুন ও হেলাল—আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় কয়েকবার হামলা চালানো হয়েছে।”
তিনি আরও জানান,
> “ঘটনার দিন বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন তাকে আটকিয়ে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে। এমনকি ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং গ্রাম ছাড়ার হুমকি দেয়।”
এ ঘটনায় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় স্থানীয়দের একাংশ বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে ঘিরে রেখেছে।
অন্যদিকে স্থানীয় সূত্র বলছে, ঘটনাটির পেছনে ব্যক্তিগত শত্রুতা ও প্রতিশোধের রাজনীতি কাজ করেছে। পুলিশ বলছে, অভিযোগ ও পাল্টা অভিযোগ উভয় দিক খতিয়ে দেখা হচ্ছে।