বৃহস্পতিবার বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট
আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, নতুন এই নোট প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকেও বাজারে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ৫০০ টাকার নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মিমি × ৬৫ মিমি। নোটটিতে জলছাপ হিসেবে রাখা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং পুরো নোটজুড়ে সবুজ রঙের আধিক্য দেখা যায়।
ডিজাইনে নতুনত্ব
নোটটির সম্মুখভাগে—
বাম পাশে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি,
মাঝখানে রয়েছে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলার ব্যাকগ্রাউন্ড নকশা।
পেছনের অংশে স্থান পেয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।
১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য
নোটটিতে জালিয়াতি রোধে যুক্ত করা হয়েছে মোট ১০টি উন্নত নিরাপত্তা প্রযুক্তি। এর মধ্যে উল্লেখযোগ্য—
সম্মুখভাগের ডানদিকে থাকা ‘৫০০’ সংখ্যা রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালিতে মুদ্রিত, যা নড়াচড়া করলে সবুজ থেকে নীল রঙে রূপ নেয়।
৪ মিমি চওড়া প্যাঁচানো নিরাপত্তা সুতা যুক্ত করা হয়েছে, যেখানে লাল ও স্বর্ণালী রঙের সমন্বয়ে ‘৫০০ টাকা’ লেখা দৃশ্যমান হয়। আলোতে ধরলে সুতাটি আরও স্পষ্টভাবে দেখা যায় এবং নাড়াচাড়া করলে স্বর্ণালী অংশে রংধনুর মতো চলমান বার দেখা যায়।
দৃষ্টি–প্রতিবন্ধীদের জন্য নোটের সামনের ডানদিকে নিচে পাঁচটি উঁচু বৃত্তাকার চিহ্ন রাখা হয়েছে, যা স্পর্শে সহজে শনাক্তযোগ্য।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই ৫০০ টাকার নোট বাজারে প্রচলিত পুরনো নোটের পাশাপাশি বৈধ মুদ্রা হিসেবে চলবে।