যেনার বাজারে স্বাধীনতা, বিয়ের মঞ্চে পুলিশের হানা। বেড়ায় আবারও বিয়ের আসরে পুলিশের হানা। কৈটোলা ইউনিয়নের বেংগালিয়া গ্রামে জন্মসনদে বয়স কম উল্লেখ থাকায় এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আসর থেকে বরকে আটক করে বেড়া মডেল থানা পুলিশ। আটককৃত বর মোঃ শরিফুল ইসলাম (২৫), পিতা রফিকুল ইসলাম, গ্রাম সিংহাসন, আমিনপুর থানার বাসিন্দা।
ঘটনার পর বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় শরিফুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জানা যায়, তার পূর্বে আরও দুটি বিবাহ রয়েছে।
আইনের দৃষ্টিতে এটি অপরাধ বলা হলেও সমাজে প্রশ্ন উঠছে—অবাধ প্রেম-যেনার বাজারে কোনো বাধা নেই, কিন্তু হালাল বিয়ের আয়োজনেই পুলিশের অভিযান! ইসলামের দৃষ্টিতে বিয়েকে অপরাধ বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। ইসলাম বালেগ হওয়াকে বিবাহের শর্ত করেছে, বয়সকে নয়। অথচ আজ পশ্চিমা আইন চাপিয়ে দিয়ে হালাল সম্পর্কের পথে দেয়াল তোলা হচ্ছে।
এভাবে হালালকে অপরাধ আর হারামকে স্বাধীনতা বানিয়ে সমাজকে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে—এ প্রশ্ন আজ জনমনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।