আজ দুপুরের পর রাজধানীর উত্তরার নিজ বাড়ি থেকে তানযিমুল উম্মাহর শিক্ষক ও ইসলামি আন্দোলনের কর্মী মাওলানা এ. এস. এম. তারিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরিবার জানায়, র্যাব সদস্যরা তাকে বাড়ি থেকে নিয়ে গেলেও মধুপুর থানায় হস্তান্তর করা হয়নি। তাকে কোথায় রাখা হয়েছে—সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।
মাওলানা তারিকুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আমলে পূর্বের রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে মামলা রয়েছে। জানা যায়, বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ এবং শাপলা চত্বর আন্দোলনে যোগ দেওয়ার সময় তিনি তামীরুল মিল্লাত টঙ্গী মাদ্রাসার ছাত্র ছিলেন। তখনই তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগে মামলা হয় এবং কয়েক মাস জেলও খাটতে হয়।
সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবে উত্তরার ছাত্র-জনতার সাথে গণভবন অভিমুখী আন্দোলনে অংশ নেন তিনি। পরিবার দাবি করছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাকে গ্রেফতার করা হয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে অবিলম্বে মাওলানা এ. এস. এম. তারিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।






