চট্টগ্রাম, ১১ জুন ২০২৫ (বিকেল ৫:৩০ মিনিট): চট্টগ্রামের হালিশহরের বড়পোল মোড় সংলগ্ন আড়ং শোরুমের সামনে ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একজন কিশোর সাইকেল আরোহী, ওসমান গনি (বয়স ১৭), ঘটনাস্থলেই নিহত হন একটি ওভারস্পিড গাড়ির ধাক্কায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬ নম্বর প্লেটের সাদা হোন্ডা সিভিক গাড়িটি বেপরোয়া গতিতে এসে ওসমান গনিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা গাড়িটিকে আটক করে, চালককে পুলিশের হাতে তুলে দেয়।
নিহত কিশোর ওসমান গনি জানে আলম নামের এক ব্যক্তির বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার স্থায়ী ঠিকানা: পূর্ব বাইশারী, ৯নং ওয়ার্ড, বাইশারী ইউপি, থানা: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা। ওসমান গনি পরিবারের বড় ছেলে; তার রয়েছে তিন ভাই ও এক বোন।
ওসমানের মামা আব্দুল কাসেম (৪৫) জানান, ভাগিনার এমন অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। কাসেম পেশাগতভাবে পি এইচ পি গ্রুপে কর্মরত।
আসামি: তানিম হোসেন (বয়স: ১৯)
পিতা: এরশাদ হোসেন, শেয়ার ব্যবসায়ী (মোবাইল: ০১৮১১৩৩৮২৭১)
মাতা: সাবানা, গৃহিণী (মোবাইল: ০১৮৭৭৪৭০১০৬)
বর্তমান ও স্থায়ী ঠিকানা: হালিশহর, হেল ব্লক, রোড ১, ৪ নম্বর বাসা।
ওসমানের ঘনিষ্ঠ বন্ধু রিয়াজ উদ্দিন (বয়স ১৭), যিনি একই বাসায় কাজ করতেন, জানান—“ওসমান খুব পরিশ্রমী এবং শান্ত প্রকৃতির ছেলে ছিল। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল।”
রিয়াজের বাবা হাসেম সারোয়ার, পরিবারটিও একই গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়ির সামনের অংশ, উইন্ডশিল্ড ও বাম্পার ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বেপরোয়া চালনার দায়ে শাস্তির মুখোমুখি করা হবে।