[ঢাকা, প্রতিবেদক]
ধর্মীয় ভাবমূর্তি ব্যবহার করে নারীদের সঙ্গে ভুয়া বিবাহ ও প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। একাধিক নারী অভিযোগ করেছেন— অভিযুক্ত ব্যক্তি নিজেকে ধার্মিক ও ‘যোদ্ধা’ পরিচয়ে উপস্থাপন করে তাদের আস্থা অর্জন করেন, এরপর বিয়ের প্রতিশ্রুতি বা গোপন বিবাহের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন করে উধাও হয়ে যান।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বিয়ের পর যখন স্ত্রী স্বাভাবিক দাম্পত্য সম্পর্কের প্রত্যাশা করেন, তখন তিনি হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
বিয়ের পর স্ত্রীর সঙ্গে মিলনের পরপরই তিনি সেই স্ত্রীকে ভুলে যান এবং খুঁজতে থাকেন পরবর্তী শিকার— আরেকজন নতুন ‘স্ত্রী’।
এই ধারাবাহিকতায় একাধিক নারী প্রতারণা ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত অডিও আলাপে দেখা যায়, কেউ তাকে সরাসরি প্রশ্ন করলে তিনি প্রথমে সম্পর্কের কথা অস্বীকার করেন, পরে আংশিক স্বীকার করেন এবং ধর্মীয় যুক্তিকে ভুল ভাবে তুলে নিজেকে বাচাতে চেষ্টা করেন।
অভিযোগকারীরা আরও জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির পরিবারের সদস্যরাও তার কর্মকাণ্ড সম্পর্কে জানতেন, কিন্তু কোনো পদক্ষেপ নেননি। কেউ কেউ উল্টো তার পক্ষ নিয়ে ভুক্তভোগীদের নীরব থাকতে বলেছেন বলে অভিযোগ।
তবে এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।