সিলেট | ১৪ অগাস্ট বৃহস্পতিবার
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীর পক্ষ থেকে ড. সরওয়ার স্যার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। এ প্রেক্ষিতে আজ হযরত মাওলানা শাহ মমশাদ আহমদ হাফি.র নেতৃত্বে কয়েকজন সিনিয়র-জুনিয়র প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে—
১. সংশ্লিষ্ট অপরাধীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
২. বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
৩. অভিযুক্ত শিক্ষার্থীর ভর্তি ও সুযোগ-সুবিধার দায়ভার সাবেক ভিসির ওপর বর্তায়।
৪. তারা ব্যক্তিগতভাবে প্র্যাক্টিসিং মুসলিম এবং দ্বীন-ঈমানের ব্যাপারে আন্তরিক।
৫. এ ইস্যু মোকাবেলায় তারা সমাজের সহযোগিতা চান।
প্রতিনিধি দল থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় অপরাধীকে বহিষ্কার করায় এবং দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। দাওয়াহর অংশ হিসেবে “ট্রান্সজেন্ডারবাদ: ভয়াবহতা ও সচেতনতা” বইটি চেয়ারম্যান সাহেবের হাতে তুলে দেওয়া হয়। একইসঙ্গে হিজড়া ও ট্রান্সজেন্ডারের পার্থক্য, ট্রান্সজেন্ডার হওয়ার শরয়ি বিধান এবং এ ধরনের অপকর্ম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
প্রতিনিধি দল জানায়, মেট্রোপলিটন কর্তৃপক্ষের আন্তরিকতা ও সহযোগিতা সন্তোষজনক হলেও, আশ্বস্ত হওয়া সময়সাপেক্ষ বিষয়। তারা সিলেটের সব বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক দাওয়াতি কার্যক্রম চালানোর ঘোষণা দেন।