সিলেটে সাদা পাথর বোঝাই ১২০টি ট্রাক জব্দ করেছে যৌথবাহিনী। বুধবার রাতভর অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে এসব ট্রাক জব্দ করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার জানিয়েছেন, জব্দ করা পাথর পুনরায় সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, পাথর উত্তোলন বন্ধ রাখতে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে দুটি পৃথক তল্লাশিচৌকি স্থাপন করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সিলেট জেলার ৮টি পাথরকোয়ারি ও কোয়ারিবহির্ভূত ১০টি এলাকা থেকে পাথর লুটপাট শুরু হয়। এর মধ্যে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা, ভোলাগঞ্জ পাথরকোয়ারি, সংরক্ষিত বাঙ্কার এলাকা এবং গোয়াইনঘাটের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলং ও পর্যটনকেন্দ্র বিছনাকান্দি থেকে ব্যাপক হারে পাথর লুটের ঘটনা ঘটে।
সোর্স: ডেইলি আমার দেশ