শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপে ভক্তদের খাবারের জন্য সরকার মোট ১৬ হাজার ৪৯৫ মেট্রিক টন (অর্থাৎ ১ কোটি ৬৫ লাখ কেজি) চাল বরাদ্দ দিয়েছে। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে সব জেলা প্রশাসকের অনুকূলে এ বিষয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু হবে, আর সেই উৎসবকে কেন্দ্র করে এ বিশাল চাল বিতরণ করা হবে।
সরকারি বরাদ্দপত্রে বলা হয়েছে, দেশের ৬৪ জেলার পূজা মণ্ডপে আগত ভক্তদের খাবারের ব্যবস্থা করতে এই বরাদ্দ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসকদের বলা হয়েছে, পূজা মণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য, সচ্ছলতা ও দারিদ্র্যের বিষয় বিবেচনা করে উপজেলা ওয়ারী চাল উপ-বরাদ্দ দিতে হবে। আবার কোনো জেলায় মণ্ডপের সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুত রেখে তা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে জানাতে হবে। হিসাব-নিকাশ সংরক্ষণ করে রাখতে হবে নিরীক্ষার জন্যও।
প্রশ্ন উঠছে—ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহায় গরিব মুসলিমদের জন্য কি সরকার কখনো এমনভাবে চাল বরাদ্দ দেয়?যেখানে মুসলমানরা এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, সেখানে তাদের বৃহত্তম ধর্মীয় উৎসবগুলোতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের উদ্যোগ কই?